আলমডাঙ্গা পৌরসভায় চক্ষু শিবিরের উদ্বোধন

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা পৌর ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির-২০১৪ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ওই চক্ষু শিবিরের কার্যক্রম উদ্ধোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন। উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র কাজী আলী আজগর সাচ্চু, দীনেশ কুমার বিশ্বাস, মোছা. আয়েশা সিদ্দিকা, ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে মো. আলাল উদ্দিন, মো. ইলিয়াছ হোসেন, মো. সাইফুল ইসলাম লাল্টু, নাসির উদ্দিন, শরিফুল ইসলাম রিফাত, আহম্মেদ হাসিব রেজা, মোছা. মনোয়ারা খাতুন, পৌর সচিব মো. শফিকুল আলম, প্রধান সহকারী খন্দকার খাইরুল ইসলাম, সহকারী করআদায়কারী মোস্তাক আহমেদ, সড়ক বাতি পরিদর্শক রোকনুজ্জামান খান, টিকাদান সুপার ভাইজার মো. বিল্লাল হোসেন ও পৌর স্বাস্থ্য সহকারী মুস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য শাখার সকল কর্মচারী।

ডা. আবুল কালাম আজাদ ও ডা. ফাহারিদা সুলতানার সমন্বয়ে গঠিত ১৫ সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক দল ওই চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন। চিকিৎসকবৃন্দ পৌরমেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিনের সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে আগামীতে মানবসেবার ব্রতে আরও এ ধরনের চিকিৎসা শিবির আয়োজনের অনুরোধ করেন। শিবিরে মোট ১২০ জন চোখে ছানিপড়া রোগীকে হাসপাতালের নিজস্ব গাড়িতে করে খুলনা বিএনএসবিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।