আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা এইচএসসি পরীক্ষার্থী রনির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনাসভা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা এইচএসসি পরীক্ষার্থী রনির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত। গতকাল সোমবার বিকেলে উপজেলা এরশাদ মঞ্চ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল রানা শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা উৎপল, টুকুল, পিন্টু, জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা মুকুট, সুরুজ, সুমন, নাহিদ, অন্তর, সৈকত, অপু, লিমন, সজীব, নাহিদ, ইমরান, টিটন প্রমুখ। আলোচনাসভায় রনিকে কুপিয়ে জখম করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় এবং রনি যাতে বাকি পরীক্ষা দিতে পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে হারদী এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ছাত্র রকিবুল ইসলাম রনি পরীক্ষা শেষে হারদী বাজারে গাড়ির জন্য অপেক্ষা করার সময় হারদী গ্রামের ৩ যুবক পূর্ব শত্রুতার জের ধরে রনিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং রনির এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কেড়ে নেয়। ওই ঘটনায় ৪/৫ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় রনি লিখিত অভিযোগ দায়ের করে।