আলমডাঙ্গা জগন্নাথপুর সরকারি জমিতে মাটিকাটা নিয়ে বিরোধ মীমাংসা নিয়ে সংঘর্ষে মাতব্বরসহ ৬ জন আহত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা জগন্নাথপুর সরকারি জমিতে মাটিকাটা নিয়ে বিরোধ মীমাংসা নিয়ে সংঘর্ষে মাতব্বরসহ ৬ জন আহত হয়েছে। গত মঙ্গলবার সকালে গ্রামের উভয়পক্ষের মধ্যে বিরোধের কারণ জানতে চাওয়ায় মণ্ডল ঠাণ্ডুকে মারপিট করলে এ সংঘর্ষ লেগে যায়। এ বিষয়ে মণ্ডল ঠাণ্ডুর ভাই বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার জগন্নাথপুর গ্রামের বাক্কার ছেলে জিয়ারুলের বাড়ির কাছে জিকে ক্যানেলের পাশখালে ১৪ নভেম্বর একই গ্রামের আলতাপ হোসেনের দু’ছেলে কাজল ও ইমরান মাটি কাটতে যায়। এ সময় জিয়ারুল মাটি কাটতে নিষেধ করলে তারা তাকে হুমকি ধামকি দিয়ে চলে আসে। গতকাল ১৫ নভেম্বর জিয়ারুল একই গ্রামের চেতন আলীর ছেলে মাতব্বর ঠাণ্ডুকে বিষয়টি মীমাংসা করে দিতে বলে। ঠাণ্ডু উভয়পক্ষকে ডেকে মীমাংসা করতে গেলে কাজল ও ইমরান বাড়ি থেকে বের হয়ে ঠাণ্ডুকে গালিগালাজ করতে থাকে। তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে লাঠি দিয়ে ঠাণ্ডুর মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। ঠাণ্ডুর মাথা ফেলে রক্তাক্ত জখম হলে জিয়ারুলের চাচা পিন্টু ঠেকাতে আসলে তাকেও মেরে হাত ভেঙে দেয়। পরে উভয় পক্ষের মারামারিতে জলিলের ছেলে লালু, খলিলের ছেলে খোকন, আব্দুল মালেকের মেয়ে নুরজাহান ও আলতাপের মেয়ে রেখা আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মাতব্বর ঠাণ্ডুর অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যায় পর ঠাণ্ডুর ভাই শাফায়ের বাদি হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।