আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে নির্মিত কালভার্টের উইংয়ে ফাটল : মেয়াদোত্তীর্ণ জমাটবাঁধা সিমেন্ট ব্যবহারের অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। সদ্য নির্মিত কালভার্টের ৪টি উইঙে ফাটল ধরেছে। ওই কাজে মেয়াদোত্তীর্ণ জমাটবাঁধা সিমেন্ট ব্যবহারের অভিযোগ উঠেছে।

জানা গেছে, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুরে ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণে নানা দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। কালভার্ট নির্মাণে মেয়াদোত্তীর্ণ জমাটবাঁধা সিমেন্ট ব্যবহারের অভিযোগ করা হয়েছে। এছাড়া কালভার্টের দুদিকের ৪টি উইঙে ফাটল ধরে মূল কালভার্ট থেকে পৃথক অস্তিত্ব জানান দিলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। সে সময় গ্রামের কতিপয় ব্যক্তিকে ম্যানেজ করে উইঙের ফাটল প্লাস্টার করে আটকে দেয়া হয়। ওই প্লাস্টার চটিয়ে দিলে ফাটলের সত্যতা মিলবে বলে অভিযোগকারীদের দাবি।  সড়ক ও জনপথ বিভাগের ওই সড়ক কোন ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করছে তা এলাকাবাসী বলতে না পারলেও আলমডাঙ্গার নাগদাহ গ্রামের জান্টু মিয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজ তদারকি করছেন বলে জানিয়েছেন।