আলমডাঙ্গা ও মুন্সিগঞ্জ বাজারের ৪টি ফার্মেসিতে ড্রাগ সুপারের অভিযান

 

ঝুকিপূর্ণ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ধ উদ্ধার

আলমডাঙ্গা ব্যুরো: জেলা ড্রাগ সুপার সুলতান আরেফিন গতকাল আলমডাঙ্গা ও মুন্সিগঞ্জ বাজারের ৪টি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি আলমডাঙ্গার হাউসপুরের বিসমিল্লাহ ফার্মেসি, কাছারি বাজারের নুর ফার্মেসি ও হাজিমোড়ের ইস্তার ফার্মেসিতে অভিযান চালান। সে সময় দোকান ৩টি থেকে বেশ কিছু অবৈধ ভারতীয় ওষুধ উদ্ধার করেন। তবে কোন ফার্মেসিকে কতো টাকা জরিমানা করা হয়েছে তা জানা সম্ভব হয়নি। পরে মুন্সিগঞ্জ বাজারের সুজন ফার্মেসিতে অভিযান চালান। এ সময় ওই দোকান থেকে হজম ও গরু মোটাতাজাকরণের প্যারাকটিন, ডেক্সামেথোসন, বেদনানাশক ট্যাবলেট নিমুস্যুলাইড, জন্মনিরোধ ইনজেকশন ডিপোপ্রভাল, যৌনশক্তিবর্ধক ট্যাবলেট স্যানাগ্রা ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়াবহুল ও ঝুঁকিপূর্ণ অবৈধ ভারতীয় ওষুধ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী অনেকেই জানিয়েছেন, অভিযান শেষে ড্রাগ সুপার সুজন ফার্মেসির মালিক সুজন হুজুরকে চুয়াডাঙ্গায় তার সাথে দেখা করতে বলেন। অভিযুক্ত এ ৪ ফার্মেসির বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি-না তা জানতে ড্রাগ সুপারের ০১৭১২-৩৮০৯৪৫ মোবাইলফোনে বার বার কল করলেও তিনি রিসিভ করেননি।