আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে রাতেও নামানো হয়নি জাতীয় পতাকা

খাইরুজ্জামান সেতু : আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে রাতেও নামানো হয়নি জাতীয় পতাকা। গতকাল ৪ এপ্রিল রাতে আলমডাঙ্গা ভূমি অফিসে উত্তোলন অবস্থায় জাতীয় পতাকার ছবি সংগ্রহ করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে গতকাল ৪ এপ্রিল জাতীয় পতাকা নামানো হয়নি। জাতীয় পতাকা বিধি অনুযায়ী সূর্যাস্তের পূর্বেই জাতীয় পতাকা নামাতে হবে। অথচ রীতিমতো রাতেও আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের মতো সরকারি গুরুত্বপূর্ণ অফিসে জাতীয় পতাকা না নামানোর ঘটনায় এলাকার অনেকেই বিস্মিত হন। উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধান করেন একজন সহকারী কমিশনার। ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেসী ক্ষমতার অধিকারী তিনি। অথচ খোদ তার অফিসেই জাতীয় পতাকা আইনের এমন বরখেলাপের ঘটনায় অনেকে হতবাক হয়ে পড়েছেন। বিষয়টি ওই এলাকায় বেশ সমালোচিত হচ্ছে। অনেকে দাবি করেছেন ইতোপূর্বেও বেশ কয়েকদিন এভাবে সারা রাতেও অফিসের পতাকা নামানো হয়নি।
এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সাথে যোগাযোগ করা হলে মোবাইলফোনে একাধিকবার রিং দিলেও তিনি রিসিভ করেননি।