আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের অভিযানে বেলগাছির মাদকসম্রাজ্ঞী দেলের ৬ মাস কারাদণ্ডাদেশ ভ্রাম্যমাণ আদালতের

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গাকে মাদকমুক্ত করতে এবার উপজেলা নির্বাহী অফিসার নিজেই নামলেন মাদকবিরোধী অভিযানে। গতকাল বেলগাছি গ্রামের মাদকব্যবসায়ী দেলেজান খাতুন ওরফে দেলেকে ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার গতকাল বেলগাছি গ্রামের মাদকব্যবসায়ী আব্দুল মজিদ-দেলেজান দম্পত্তির ডেরায় অভিযান চালান। সে সময় আব্দুল মজিদ বাড়িতে না থাকলেও তার স্ত্রীর নিকট থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকব্যবসায়ী দেলেজান খাতুন ওরফে দেলেকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। এ অভিযান পরিচালনাকালে তার সাথে ছিলেন এসআই আনিস।

আলমডাঙ্গা উপজেলায় প্রায় ১শটি স্পটে জমজমাট মাদকব্যবসা চলার সংবাদ পত্রিকা মারফত জানতে পেরে থানা পুলিশের ওপর নির্ভর না করে উপজেলা নির্বাহী অফিসার নিজেই নামলেন মাদকবিরোধি অভিযানে। এমন মন্তব্য করেছেন অনেকে।