আলমডাঙ্গায় হেরোইনসহ দু ব্যবসায়ী আটক : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডাদেশ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালিয়ে দু মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার সকালে থানা পুলিশ গোপনে গাঁজা ও হেরোইন নিয়ে অবস্থানের সংবাদ পেয়ে তাদের আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ জনকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং অপরজনের নামে থানায় মাদকদ্রব্য মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার রোয়াকুলি গ্রামের কলেজপাড়ার ইসমাইল হোসেনের ছেলে মাদকব্যবসায়ী রোকন হোসেন (২৫) ও একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আ. কাদেরের ছেলে লাল মোহাম্মদ লালু (২৬) দীর্ঘদিন ধরে আলমডাঙ্গাসহ আশপাশ এলাকায় হেরোইন ও গাঁজা বিক্রি করে আসছিলো। গতকাল সকালে রোকন ৩৫ পুরিয়া গাঁজা ও লালু ১৪ পুরিয়া হেরোইন নিয়ে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় বিক্রি করতে যায়। আলমডাঙ্গা থানার এএসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ তাদের আটক করে থানায় নেন। পরে এসআই আনিস বাদী হয়ে মামলা দায়ের করে রোকনকে উজেলা নির্বাহী অফিসারের কাছে নেন। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রোকনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আটক লালুর নামে এসআই আনিস থানায় মাদকদ্রব্য মামলা দায়ের করেন। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে।