আলমডাঙ্গায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পের জমি নির্বাচনী সভা

আলমডাঙ্গা ব্যুরো: আলডাঙ্গা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) জমি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এ সময় তিনি বলেন, আজ খুব খুশি হয়েছি আলমডাঙ্গাবাসী শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছেন দেখে। সকলে মিলে যদি কোনো কাজ করা হলে তখন সে কাজ কেউ আটকাতে পারে না। তিনি বলেন, এ টিম মাঠের পাশে দখলদারদের গোডাউন, বরফকল, মাছের আড়ৎ, ছাগলহাট উচ্ছেদ করতে হবে। তারপর তিনি আলমডাঙ্গার মানুষকে সাথে নিয়েই এ টিম মাঠেই শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করার প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথি ছিলেন, আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগেরর সভাপতি হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালমুন আহামেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজি শেখ নুর মোহাম্মদ জকু, আব্দুুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আমিরুল ইসলাম মন্টুু, পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আ.লীগ প্রচার সম্পাদক রেজাউল হক তবা, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, আব্দুল গাফ্ফার, জহুরুল ইসলাম স্বপন, কাজী আলী আসগার সাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জিহাদ-ই জুলফিকার টুটুল, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বণিক সমিতির সভাপতি আলহাজ মকবুল হোসেন, সম্পাদক আলহাজ মীর শফিকুল ইসলাম, সাবেক কৃতি ফুটবলার সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, সাইফুর রহমান পিন্টু, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্মসম্পাদক হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল শাকিল প্রমুখ।