আলমডাঙ্গায় মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ডাদেশ

 

আলমডাঙ্গা ব্যুরো: দরিদ্র ভ্যানচালকের অনুরোধে তার মাদকাসক্ত ছেলেকে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল নেশাসক্ত ওই যুবককে গ্রেফতারকালে তার নিকট থেকে পুলিশ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

জানা গেছে, আলমডাঙ্গা গোবিন্দপুরের হতদরিদ্র বৃদ্ধ ভ্যানচালক হবিবর রহমানের ছোট ছেলে সেলিম হোসেন দীর্ঘদিনের (৩০) মাদকাসক্ত। মাদকদ্রব্য সেবনের কারণে পরিবারের অব্যাহত অশান্তির ফলে তার স্ত্রীও সংসার ছেড়ে যায়। অভাব অনটনের সংসারে যা পায় তাই চুরি করে বিক্রি করে। নেশা করা তার নিত্যদিনের কাজ। পরিবারে এ নিয়ে অশান্তির আগুন জ্বলে ওঠে। কিছু বলতে গেলে বৃদ্ধ পিতা-মাতাকেও মারধর করতে দ্বিধা করতো না এ কুলাঙ্গার। এমন পরিস্থিতিতে গতকাল সকালে বৃদ্ধ ভ্যানচালক হবিবর উপজেলা নির্বাহী অফিসারের নিকট ছুটে যান। সবকিছু খুলে বলে মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণের অনুরোধ জানান। অসহায় এ বৃদ্ধ পিতার আর্তনাদে সাড়া দিয়ে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম থানা পুলিশকে নির্দেশ দেন মাদকাসক্ত সেলিমকে গ্রেফতার করতে। আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারের পর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাণ্ডাদেশ প্রদান করেন।