আলমডাঙ্গায় মহিলাসহ দু মাদকব্যবসায়ীর জরিমানা

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজা ও ৪ লিটার স্পিরিটসহ দু মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার সকালে আলমডাঙ্গা রেলস্টেশন ও গড়গড়ি গ্রামে পৃথক অভিযান চালিয়ে এ দু জনকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে জেল-জরিমানা ও এক জনকে জরিমানা করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা হকপাড়ার সন্তোষ কুমারের ছেলে মাদকাসক্ত মাদকব্যবসায়ী সুজন (২৫) বাড়ি থেকে ১শ গ্রাম গাঁজা নিয়ে আলমডাঙ্গা রেলস্টেশনে এসে গাঁজা সেবন করছিলো। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী সঙ্গীয় ফোর্স নিয়ে রেলস্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটকের পর সুজন নিকট থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে উপজেলার গড়গড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুস সাত্তারের বাড়িতে অভিযান চালিয়ে ঘরে থাকা ৪ লিটার স্পিরিটসহ তার স্ত্রী শাহারন বেগমকে আটক করে। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুজনকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই আইনে শাহারনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে শাহারন ৫ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্ত হন।