আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ডিলিং লাইন্সের ওপর অভিযানে জরিমানা আদায়

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের সোনাপট্টি, হলুদপট্টি, কাপড়পট্টি ওজুতাপট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার ৭টি কাপড়ের, ৩টি জুয়েলার্স, ২টি হার্ডওয়ার, ২টি ক্রোকারীজ ও ৩টি কসমেটিক্সের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এদিকে কাপড়পট্টিতে ডিলিং লাইসেন্সের পাশাপাশি ট্রেড লাইসেন্স দেখতে চাওয়ায় ব্যাবসায়ীদের মাঝে উত্তেজনা দেখা দেয়।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ম্যাজিস্ট্রেট হিসেবে গতকাল মঙ্গলবার চারতলার মোড়া সোনাপট্টি থেকে এ অভিযান শুরু করেন। এ সময় বাপ্পি জুয়েলার্স মালিককে ২শ, ফেন্সি জুয়েলার্স মালিককে ২শ, শতরুপ জুয়েলার্স মালিককে ২শ, কিশোর ক্রোকারিজে ২শ, মীর ক্রোকারিজে ১ হাজার, বিশ্বাস হার্ডওয়ারে ২শ, অতুল হার্ডওয়ারে ৫শ, অন্যন্যা শাড়ি হাউজে ৫শ, বিপুল ক্লোথ স্টোরে ৫শ’ শোভা বস্ত্রালয়ে ২শ, এসবি বস্ত্রালয়ের ২শ’ আরাফাত গার্মেন্টসে ২শ, শেখ গার্মেন্টসে ২শ, পোশাক মেলার মালিককে ২শ, উপহার কসমেটিকসে ৫শ, মনিহার কসমেটিকসে ১ হাজার, সৌখিন স্টোরে ৫শ’টাকা জরিমানা আদায় করেন। এদের ডিলিং লাইসেন্স না থাকার কারণে ও কসমেটিক্সের দোকানে বিএসটিআই অনুমোদনবিহীন কসমেটিক বিক্রি করার কারণে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, থানার এসআই পিয়ার আলীসহ সঙ্গীয় ফোর্স। এদিকে কাপড়পট্রিতে ডিলিং লাইসেন্সের পাশাপাশি ট্রেড লাইসেন্স দেখতে চাওয়ায় ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা দেখা দেয়।