আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পিতা-মাতার অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় পিতা-মাতার অভিযোগে ১৪ পুরিয়া গাঁজাসহ পুলিশ আটক করেছে মাদকাসক্ত ছেলে রেজাউলকে। গতকাল সকালে রেজাউলকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনারের (ভূমি) অফিসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর সোহাগ মোড়ের আজিবার রহমানের ছেলে রেজাউল (৩৫) দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে আসছিলো। মাদকদ্রব্য সেবন করে এসে বাড়িতে প্রায়ই পরিবারের লোকজনের সাথে খাবার ব্যবহার করতো। গত এক বছর আগে থেকে রেজাউল গাঁজা ও হেরোইন বিক্রি শুরু করে। তার বাবা-মার নিষেধ সত্ত্বেও সে মাদ্রকদ্রব্য বিক্রি বন্ধ করেনি। গতকাল রেজাউলের মা-বাবা আলমডাঙ্গা থানায় অভিযোগ করলে থানার এসআই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রেজাউলের বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রেজাউলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।