আলমডাঙ্গায় দু মাদকসেবীর জরিমানা : একজনের কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা থানা পুলিশ রেলস্টেশনে অভিযান চালিয়ে মাদকসেবন করা অবস্থায় ৩ মাদকসেবীকে আটক করে। গতকাল শনিবার সকালে আলমডাঙ্গা রেলস্টেশনে বসে মাদকসেবন অবস্থায় তাদেরকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে ৫শ টাকা করে ১ হাজার ৫শ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে দুজনের ৭ দিনের ও ১ জনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে দুজন জরিমানার টাকা দিয়ে মুক্ত হন।

জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ শারদা গ্রামের মৃত মতিনের ছেলে আব্দুল মজিদ ওরফে ফরজ আলী (৪৫) একই গ্রামের মৃত আব্দুলের ছেলে খাইরুল (৩৫) এবং আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের আজগার আলীর ছেলে ইয়ারুল (৩০) গতকাল শনিবার সকালে তিনজন রেলস্টেশনে রেললাইনের ঢালে গাঁজা সেবন করছিলো। এ সময় আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের ৩ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমানের অফিসে নিলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ৫শ টাকা করে ১ হাজার ৫শ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে দুজনের ৭ দিন করে ও ১ জনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে খাইরুল ও ইয়ারুল জরিমানার টাকা দিয়ে মুক্ত হয়ে বাড়ি যান। আব্দুল মজিদ ওরফে ফরজ জরিমানার ৫শ টাকা দিতে না পারলে বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করেন।