আলমডাঙ্গায় চার পাটব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ৪ পাটব্যবসায়ীর লাইসেন্স না থাকায় এবং পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বণ্ডবিল গ্রামের মৃত মসলেম আলীর ছেলে শহিদুল ইসলাম, একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আসমত উল্লাহ ও পারদুর্গাপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আমজাদ হোসেনের পাটব্যবসার লাইসেন্স না থাকার দায়ে তাদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে বণ্ডবিল গ্রামের মুন্সি সিরাজুল ইসলামের ছেলে লিটন মিয়াকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অমান্য করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আহম্মেদ কামরুল হাসান। সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দীন।