আলমডাঙ্গায় এজাহার নামীয় আসামি আসকার গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি মামলার এজাহার নামীয় আসামি আসকারকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বড় গাংনী গ্রামে অভিযান চালিয়ে আসকারকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গার বড়গাংনী গ্রামের মোতালেপ আলীর ছেলে আসকার আলী (৩৫) গত ২৩ মে রাতে একই গ্রামের মিলন আলীর ঘরের জানালা দিয়ে চুরি করতে যায়। মিলন আলীর স্ত্রী রেখা খাতুন ঘুমিয়ে আছে মনে করে প্রথমে তার বালিশের নিচ থেকে কিছু টাকা চুরি করে। মিলন আলীর স্ত্রী রেখার গলায় থাকা স্বর্ণের চেন ছিড়তে গেলে রেখা আসকারের হাত চেপে ধরে হাত কামড়ে দেয়। কামড় খেয়ে আসকার পালিয়ে যায়। রেখার চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে। সকালে খোঁজ করতে করতে বেরিয়ে আসে আসকারের হাতের কামড়ের চিহ্ন। পরে গ্রাম্য সালিসে কোনো বিচার না হলে থানায় মামলা দায়ের করেন। তবে জনমনে নানা প্রশ্ন, আসলে কি আসকার রেখার ঘরের জানালা দিয়ে গলার চেন চুরি করতে গিয়েছিলো, না কি অন্য কিছু? গতকাল সকালে আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান আসকারকে গ্রেফতার করেন। গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।