আলমডাঙ্গার সরোজগঞ্জ-হাড়োকান্দি সড়কে সন্ধ্যারাতে আ.লীগ নেতার ৯০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার হাড়কান্দির মিনহাজ উদ্দীন (৫৪) ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যার পর সরোজগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে সরোজগঞ্জ-হাড়োকান্দি সড়কের মধ্যবর্তী স্থানে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী গতিরোধ করে। কাছে থাকা নগদ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গাছের সাথে বেঁধে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

হাড়কান্দির মৃত বদর উদ্দীনের ছেলে মিনহাজ উদ্দীন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি আরো বলেছেন, ঈদের কেনাকাটাসহ প্রয়োজনে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। কয়েকজন ছিনতাইকারী রাস্তার পাশের একটি আমবাগান থেকে উঠে এসে গতিরোধ করে। অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে গাছের সাথে বেঁধে রাখে। এ সময় ছিনতাইকারীদের দুজনকে তিনি চিনতে পেরেছেন বলেও দাবি করেছেন।

ছিনতাইয়ের বিষয়ে জানার জন্য আলমডাঙ্গা থানায় যোগাযোগ করা হলে থানার এএসআই মেজবা বলেন, ছিনতাইয়ের খবর পেয়েছি। তবে ঘটনাস্থল আলমডাঙ্গা থানার মধ্যে নয়। ঝিলখালীতে ছিনতাই হয়েছে। যা সদর থানার মধ্যে। সদর থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা বলেন, এ ধরনের কোনো খবর আমাদের কাছে নেই।