আলমডাঙ্গার শ্রীনগরে পুকুরের পানিতে ভাসমান সৌদি ফেরত যুবকের লাশ

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার শ্রীনগরে সৌদি ফেরত যুবক শিহাব লস্কর (২২) বাড়ির অদূরে পুকুরের পানিতে পড়ে মারা গেছেন। পরিবার দাবি করে বলেছে, দীর্ঘদিন ধরে সে ছিলো মৃগীরোগাক্রান্ত। পরিবারের দাবি গ্রামীণ ফোনসহ সকল নেটওয়ার্ক বিড়ম্বনার শিকার তারা। ভালো নেটওয়ার্ক প্রাপ্তির আশায় অদূরে পুকুরপাড়ে গিয়েই নিত্যদিন প্রবাসী পিতার সাথে শিহাব মোবাইলে কথা বলতেন। এভাবেই এ নিয়ে গত ১২ বছরে পুকুরের পানিতে ডুবে পরিবারের শিহাব, সহোদর সাব্বির ও ফুপু হাসির মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে বিস্ময় প্রকাশ করেছে গ্রামবাসী ।
জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের শ্রীনগরের সৌদি প্রবাসী ইউনুস লস্করের বড় ছেলে যুবক শিহাব লস্কর। পরিবার জানায়, সোনার হরিণ শিকারের আশায় ২ বছর আগে মধ্য প্রাচ্যের তৈল সমৃদ্ধ সৌদি আরবে গমন পাড়ি জমায় যুবক শিহাব। রোজগার করছিলো ভালোই। ওই দেশে পিতা ইউনূস লস্করকে টেনে নিতে ভিসা ক্রয় করে দেশে পাঠান। সোনার হরিণের পেছনে ছুটে প্রায় নাগাল ধরতে গিয়ে ওই প্রবাসে পুলিশে পাকড়াও হয়ে নাকাল হয়ে জেল খেটে ৫-৬ মাস আগে এক্সজিট ভিসায় স্বদেশে ফিরতে বাধ্য হন তিনি। দেশে ফিরে পিতা ইউনূস লস্করকে প্রবাসে পাঠায়। গতকাল সকালে খাবার খেয়ে মোবাইল নিয়েই বাবার সাথে মোবাইল ইমু সংযোগ পেতে ভালো নেটওয়ার্কের খোঁজে ঘর থেকে বেরিয়ে যান। পরে পুকুরে তার লাশ ভেসে ওঠে। গতকাল বাদ আসর নামাজে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।