আলমডাঙ্গার রোয়াকুলিতে কেরাম বোর্ড খেলা নিয়ে মারামারিতে উভয়পক্ষের ২০ জন আহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের রোয়াকুলি পূর্বপাড়ায় কেরাম বোর্ড খেলা নিয়ে মারামারিতে দু গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ আহত হয়েছে। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের পূর্বপাড়ায় কেরাম বোর্ড খেলা নিয়ে দু গ্রুপের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। রোয়াকুলি গ্রামের কলমের ছেলে দেলোয়ার ও হিজার ছেলে রাজিব কেরাম বোর্ড খেলা নিয়ে তাদের মধ্যে মারামারি হয়। এ সময় দেলোয়ারের পক্ষের ছাত্তারের ছেলে মিরারুল, হামিদের ছেলে মহর ও আলউদ্দিন, মওলার ছেলে অলি ও মৃত আনোয়ারের ছেলে বকুলসহ ১০/১২ জন লাঠিসোঁটা নিয়ে রাজিবকে মারধোর করে। এর ঘণ্টাখানেকের মাথায় রাজিবের লোকজন ঘটনাস্থলে পৌঁছুলে সংঘর্ষ বাধে। এ সময় রাজিবপক্ষের মহিউদ্দিনের ছেলে আক্তার, বুদোর ছেলে জালাল, মহিরের ছেলে মহর, আখেরের ছেলে আসান, মালেকের স্ত্রী খাদেজা ও ছেলে রকিবুলের, মিনাজের স্ত্রী সুপিয়া, হিজারতের স্ত্রী খবিরন, মফেরের ছেলে মিনাল, বুদোর ছেলে বাদল, আমছারের ছেলে সেলিম আহত হয়। অপর দিকে উভয়পক্ষের সংঘর্ষে দোলোয়ারের পক্ষের আব্দুর ছাত্তারের ছেলে মানোয়ার, মওলার স্ত্রী রোমেছা, লতিফের স্ত্রী শান্তি, মৃত আনোয়ারের ছেলে আমির, কলমের ছেলে দেলোয়ার, আলিমের ছেলে মিন্টু ও ছাত্তারের ছেলে মিরারুল আহত হয়। উভয়পক্ষের সংঘর্ষে গ্রামের উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ি টু আইসি তরিকুল সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। উভয়পক্ষের ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রামে উত্তেজনা বিরাজ করছে।