আলমডাঙ্গার মোচাইনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা : ভাংবাড়িয়া একাদশের খেলোয়াড়দের পিটিয়ে জখম করার অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলো মিয়া স্মৃতি ফুটবল টুর্নার্মেন্টের সেমি ফাইনাল খেলায় ভাংবাড়িয়া একাদশের খেলোয়াড়দের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে হাঁপানিয়া গ্রামের কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। হাঁপানিয়া একাদশ প্রতিপক্ষের বিরুদ্ধে ১ গোলে জিতে থাকলে অনিয়মতান্ত্রিকভাবে মাত্র ২৬ মিনিটের মাথায় হাফটাইম দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে ভাংবাড়িয়া একাদশের খেলোয়াড়দের ওপর এ হামলার ঘটনা ঘটে।

এলাকাসূত্রে জানা গেছে, মোচাইনগর গ্রামে আলো মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকাল ছিলো সেমি ফাইনাল খেলা। সেমিফাইনালে অংশ নেয় ভাংবাড়িয়া একাদশ ও হাঁপানিয়া একাদশ। ৪০ মিনিট করে মোট ৮০ মিনিট খেলা ও ১০ মিনিটের বিরতি দেয়ার সিদ্ধান্ত ছিলো। প্রথমার্ধের খেলায় হাঁপানিয়া একাদশ প্রতিপক্ষকে ১ গোল দিলে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে ভাংবাড়িয়া একাদশ। কিন্তু মাত্র ২৬ মিনিট খেলা চলার পর প্রথমার্ধের খেলা সমাপ্ত করা হয়। এতে ক্ষুদ্ধ হয়ে ভাংবাড়িয়া একাদশের খেলোয়াড়রা রেফারির সাথে তর্ক করাকালে হাঁপানিয়ার বেশ কিছু লোকজন অতর্কিত হামলা করে ভাংবাড়িয়ার খেলোয়াড়দের ওপর। ভাংবাড়িয়ার খেলোয়াড়রা অভিযোগ করেছেন রাজা মেম্বারের নেতৃত্বে ওই হামলা চালানো হয়। তাদের হামলায় আহত হয় ভাংবাড়িয়ার মওলা বক্সের ছেলে ইসলাম, মোয়াজ্জেমের ছেলে ফিরোজ, জবান মণ্ডলের ছেলে গন্ডার, আজিম ম্যাড়ার ছেলে লিটন, আমিনুল ইসলামের ছেলে আবুল বাশার, রুহুল আমিনের ছেলে কালু, ইকরাম আলীর ছেলে মাসুম, ইয়াস উদ্দীনের ছেলে এরশাদ আলী, খোদা বক্সের ছেলে শহিদ আলী, আনসারের ছেলে সানোয়ারসহ আরও অনেকে। আহতদের মধ্যে লিটন, ইসলাম ও ফিরোজ আলীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের এলাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।