আলমডাঙ্গার মুন্সিগঞ্জে আলমসাধুচালকদের সড়ক অবরোধ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালার মুন্সিগঞ্জ এলাকার অবৈধ পরিবহন চালকেরা গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তার ওপর লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আলমসাধু, নসিমন, করিমন আটকে রেখে অবরোধ পালন করেছে।

জানা গেছে, আলমডাঙ্গার জেহালা বাজারের মদনবাবুর মোড়, হাসপাতাল মোড়ে চালকেরা রাস্তা অবরোধ করে কোনো প্রকার আলমসাধু, নসিমন, করিমন, ভটভটি, লাটাহাম্বার চলতে দেয়নি। তাদের দাবি কোনো প্রকার যাত্রী তোলা যাবে না, মেন সড়কে ওঠা যাবে না। জরুরি রোগী কিংবা মালামাল গাড়িতে তোলা যাবে না। এলাকার আলমসাধু চালকেরা অভিযোগ করে জানায়, আমরা খেয়ে না খেয়ে লোন তুলে আলমসাধু কিনেছি। এখন রাস্তায় চলতে পারছি না। সংসারে অভাব, আয় নেই, আছে খরচ। রাস্তায় কেউ গাড়ি নিয়ে বের হতে পারছে না। গাড়ি নিয়ে বের হলেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আটকে রাখছে গাড়ি। কেউ কেউ সুবিধা নিয়ে রাস্তায় গাড়ি চালাবে আর কেউ চালাবে না। তা হবে না। গাড়ি চালাতে হয় সবাই চালাবো নয়তো কেউই চালাবো না। তারা আরো জানায়, অবৈধ পরিবহনের মালিকেরা এ বাধা না মানলে আরো বড় ধরনের কমর্সূচি দেয়া হবে।