আলমডাঙ্গার ভোলারদাড়ি গ্রামে পানিতে ডুবে শিশু রাজরু করুণ মৃত্যু

 

ঘোলদাড়ি প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের ভোলারদাড়ি গ্রামের রাস্তার পাশের পুকুরের পানিতে ডুবে শিশু রাজুর করুণ মৃত্যু হয়েছে। মায়ের পাশে খেলা করার সময় অসাবধানবশত পুকুরপাড়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে পানিতে ভেসে উঠে শিশুর লাশ। গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

জানা গেছে, আলমডাঙ্গার ভোলারদাড়ি গ্রামে অবৈধ্য পরিবহন লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে গরুব্যবসায়ী মৃত্যুর শোক কাটতে না কাটতে গতকাল পানিতে ডুবে শিশুপুত্রের করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ভোরাদাড়ি গ্রামের আনারুলের শিশুপুত্র রাজু (৩) মায়ের পাশে খেলছিলো। মায়ের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায়। কোনো এক সময় পানিতে পড়ে শিশুপুত্রের মৃত্যু হয়। কিছুক্ষণ পর শিশুরপুত্রের লাশ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন লাশ উদ্বার করে। গ্রামজুড়ে চলতে থাকে শোকের মাতম। শিশুপুত্রের লাশের পাশে তার মাসহ আত্মীয়স্বজনের আজাহারিতে এলাকার বাতাশ ভারী হয়ে ওঠে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন হয়েছে।