আলমডাঙ্গার বড়বোয়ালিয়া গ্রামের মাঠে ২ কিশোর হত্যাকাণ্ডের এক বছর : প্রধান আসামি মিরপুর ঝুটিয়াডাঙ্গার আ.লীগ নেতা আকরাম গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বড়বোয়ালিয়ার মাঠে ২ কিশোর হত্যাকাণ্ডের প্রধান আসামি কুষ্টিয়া মিরপুরের আওয়ামী লীগ নেতা আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গত বছর কোরবানির ঈদের রাতে দুর্বৃত্তরা দুই কিশোরকে শ্বাসরোধে নৃশংসভাবে হত্যা করে।

গত ৭ জুলাই ঈদের রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গা ডিবি পুলিশ ও আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামে এক অভিযান চালায়। এ সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের দাপুটে সভাপতি আকরাম হোসেনকে গ্রেফতার করে। ঝুটিয়াডাঙ্গার হাজি নবীছদ্দিনের ছেলে আকরাম হোসেন আলমডাঙ্গা-মিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম বড়বোয়ালিয়া মাঠে জোড়া খুন মামলার প্রধান আসামি।

গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে বড় বোয়ালিয়া গ্রামের আবদুল মজিদের কিশোর ছেলে হাফিজুর রহমান ও একই গ্রামের মৃত হযরত আলীর কিশোর ছেলে রনিকে গ্রামের মাঠে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের শিকার দুকিশোরই ঘনিষ্ঠ বন্ধু ছিলো। পূর্বশত্রুতার জের ধরে এই জোড়া খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অনেকেই মন্তব্য করেন।

সে সময় কয়েকজন গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, ঈদের রাতে হঠাত করেই দুই কিশোরের নিখোঁজ হওয়ার খবরে প্রতিবেশীসহ গ্রামবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে। সকাল থেকেই আত্মীয়স্বজনের বাড়ির পাশাপাশি এলাকায় তাদের খোঁজাখুঁজি করা হয়। বেলা ১১টার দিকে গ্রামের মরা নদীর ধারের একটি কলাবাগানে হাফিজুরের এবং এর ৫০০ গজ দূরে ধানক্ষেতে রনির লাশ পড়ে থাকতে দেখা যায়। তাদের গলায় পাটের কাঁচা আঁশ জড়ানো ছিলো। এ হত্যাকাণ্ডের ঘটনায় হাফিজুরের বাবা আবদুল মজিদ এবং রনির মা সুকিলা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় পৃথক দুটি হত্যা মামলা করেন। দুটি মামলারই প্রধান আসামি গ্রেফতারকৃত আকরাম হোসেন।