আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় বিষাক্ত তরমুজ খেয়ে ৩ বছরের শিশুকন্যার করুণ মৃত্যু

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পল্লি পোলতাডাঙ্গায় বিষাক্ত তরমুজ খেয়ে করুণ মৃত্যু হয়েছে বর্ষা নামের ৩ বছরের এক অবুঝ শিশুর।গতকাল বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

জানাগেছে, আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের কৃষক আব্দুর রশিদ গত মঙ্গলবার সকালে পান বিক্রি করতে যান মুন্সিগঞ্জপানহাটে।পান বিক্রি শেষে তিনি ৩ বছরের একমাত্র শিশুকন্যা বর্ষার জন্য পানবাজার থেকেই একটি তরমুজ কিনে বাড়িতে ফেরেন।বাড়িতে ফিরে শিশুকন্যার আবদারে দ্রুত তরমুজটি কেটে খেতে দেন। খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়ে শিশুটি।যন্ত্রণায় ছটফট করতে থাকা শিশুকে দ্রুত নেয়া হয় হারদী হাসপাতালে।সেখানে তার অবস্থার অবনতি হলে রেফার করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।গতকাল বিকেলে মাইক্রোবাসে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে গতকাল সকালে মারা যায়।বিকেলে তার লাশ গ্রামে পৌঁছে। সন্ধ্যার পূর্বে গ্রামের গোরস্তানে তার লাশ দাফন করা হয়েছে।অবুঝ শিশু বর্ষার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হলে পাড়াজুড়ে কান্নার মাতম শুরু হয়। বাপ-মা, আত্মীয়-স্বজনের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে গ্রামের বাতাস।