আলমডাঙ্গার পূর্বকমলাপুর ব্রিজমোড়ে গণহারে চাঁদা দাবি

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের পূর্বকমলাপুর ব্রিজমোড়ে গণহারে চাঁদা দাবি করা হচ্ছে। মোবাইলফোনের মাধ্যমে ৮টি দোকানে নিজেকে বাবু দা বলে পরিচয় দিয়ে ৩ লাখ করে চাঁদা দাবি করেছে। চাঁদারটাকা দেয়া না হলে খুন করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের পূর্বকমলাপুর ব্রিজমোড়ের ৮ জন ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি করা হয়। ব্যবসায়ীরা জানান, গতপরশু অজ্ঞাত স্থান থেকে নিজেকে চমপন্থি দলের বাবু দা আবার কারো কাছে আজিম কিয়া বলে পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে ৩ লাখ করে চাঁদা দাবি করেছে। ব্রিজমোড়ের ব্যবসায়ী লাবলু, সাজু, নাডু, শাফায়েত, মমিন, বুরাহান, কালুও মতির কাছে মোবাইলফোনে এ চাঁদা দাবি করে। চাঁদার টাকা দেয়া না হলে খুন করা হবে বলে হুমকি দিয়েছে বলে ব্যবসায়ীরা জানান। ব্রিজমোড়ে গণহারে চাঁদা দাবির পর থেকে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা লাগার সাথে সাথে মোড়ের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাচ্ছেন এবং চরম আতঙ্কে দিন যাপন করছে বলে জানান। সন্ধ্যার পরেই শুনসান নীরবতা বিরাজ করছে। এছাড়া পূর্বকমলাপুর ও তার আশপাশ এলাকায় ব্যাপক হারে চাঁদা দাবি করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মিজান জানান, ব্রিজমোড় এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। চাঁদাবাজ চক্রকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।