আলমডাঙ্গার পারকৃষ্ণপুরে নাতির চড় খেয়ে গলায় ফাঁস দিয়ে নানির আত্মহত্যা

 

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা পারকৃষ্ণপুরের নাতির চড়-চাটি খেয়ে বৃদ্ধা নানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নাতির হাতের চড়চাটি খেয়ে অপমান ঢাকতে তিনি আত্মহত্যা করেন। গতকাল সকালে বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। বিকেলে বৃদ্ধার লাশ দাফন সম্পন্ন হয়।

পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন খাদিমপুর ইউনিয়নের পারকৃষ্ণপুর শাকের আলীর স্ত্রী বৃদ্ধা জেনেছা বেগমকে (৬০) তুচ্ছ বিষয় নিয়ে তার মেয়ের ছেলে মিল্টন (২৩) গত মঙ্গলবার চড়-চাটি মারে। এ ঘটনায় অপমানবোধ তাকে তাড়া করে। অবশেষে রাত ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান এবং নিজের শাড়ি গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে বাড়ির পাশের বাঁশবাগানে বৃদ্ধা জেনেছা বেগমের লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। বিকেলে তার দাফন সম্পন্ন হয়।