আলমডাঙ্গার পাঁচকমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পুলিশ ফাঁড়ির দখলে

পাঠদান ব্যাহত : একাডেমিক ভবন নির্মাণের দাবি

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা গাছের নিচে বসে ক্লাস করছে। অস্থায়ী পুলিশ ফাঁড়ির ছাদ ধসে যাওয়ায় নতুন করে আরো একটি ক্লাসরুম পুলিশের দখলে চলে যাওয়ায় এ দুরবস্থার সৃষ্টি হয়েছে। ফলে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্লাস নেয়া হচ্ছে গাছের নিচে।

জানা গেছে, গত ২২ মার্চ রাত আড়াইটার দিকে আলমডাঙ্গার পাঁচমলাপুর অস্থায়ী পুলিশ ফাঁড়ির একটি কক্ষের ছাদ ধসে যায়। ওই রুমটি ব্যবহার করতেন ফাঁড়ি ইনচার্জ এএসআই আলী হোসেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এরপর থেকে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের রুমটি বেদখল হয়ে যায়। ফলে বাধ্য হয়ে তারা গাছের নিচে পাঠগ্রহণ করছে। গতকাল সরেজমিনে গেলে দেখা যায় স্কুলের একজন শিক্ষিকা স্কুল চত্বরের একটি গাছের নিচে ছাত্র-ছাত্রীদের ক্লাস নিচ্ছেন। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, ১৯৬৪ সালে ধসে পড়া ভবনটি নির্মিত হয়। ১৯৯৯ সালে স্কুলে কয়েকটি ক্লাসরুম দখল করে গড়ে ওঠে অস্থায়ী পুলিশ ফাঁড়ি। রুম সঙ্কটে পড়ে স্কুল কর্তৃপক্ষ। ২০১৩ সালের ২৫ আগস্ট স্কুলের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই শ্রেণিকক্ষের অভাবে পাঠদান প্রক্রিয়া ব্যাহত হয়। কখনো বারান্দায় আবার কখনো কখনো গাছের নিচে চলে পাঠদান। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ জানায়, পাশেই পুলিশ ফাঁড়ির নিজস্ব ভবনের নির্মাণকাজ চলছে। শিগগিরই স্কুল ছেড়ে দেবে তারা। এলাকাবাসী স্কুলের নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি জানিয়েছে।