আলমডাঙ্গার নতিডাঙ্গায় গরু চুরি করতে গিয়ে দুই চোর আটক : গণপিটুনী

বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার নতিডাঙ্গায় গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে দুই চোর। গতরাত দেড়টার দিকে নতিডাঙ্গা গ্রামের আজমুল হকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে তারা। স্থানীয়রা গণপটিুনী দিয়ে নতিডাঙ্গা দাখিল মাদরাসায় আটকে রাখ হয়। খবর পেয়ে রাতেই আলমডাঙ্গা থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের মুনসার আলীর ছেলে আজমুল হকের বাড়িতে ৪/৫ জন গরু চুরির জন্য হানা দেয়। আজমুল টের পেয়ে চিৎকার দিলে চোরের দল পালানোর চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে দুই চোরকে ঝাপটে ধরে। পরে তাদের গণপিটুনী শুরু হয়। নেয়া হয় নতিডাঙ্গা দাখিল মাদরাসা প্রাঙ্গণে। সেখানেও চলে গণপিটুনী। আটক চোরের মধ্যে আলমডাঙ্গার কেষ্টপুরের ভিকু ম-লের ছেলে বাবলু রহমান (৩৫) ও কুষ্টিয়া মিরপুরের ঝুটিয়াডাঙ্গার রুস্তম আলীর ছেলে নঈমুদ্দিন (৩২) বলে জানিয়েছে পুলিশ।
আলমডাঙ্গার থানার এসআই সাইফুল ইসলাম জানান, নতিডাঙ্গায় চোর সন্দেহে দুজনকে আটক করে গণপিটুনী দেয়া হচ্ছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে দুজন উদ্ধার করি। পরে চিকিৎসা দেয়ার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেয়া হয়েছে।