আলমডাঙ্গার জেহালা পানহাটে পশু জবাই : বাজারের ব্যবসায়ীরা অতিষ্ঠ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের জেহালা পানহাটে প্রতি শুক্রবার ও রোববার স্থানীয় কসাইরা পশু জবাই করছেন। রক্তের পচা গন্ধে বাজারের ব্যবসায়ী ও বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুধীমহলের দাবি জবাইখানা না থাকায় পশু জবাই করা রক্তের গন্ধ ছড়াচ্ছে।
জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ হাসপাতাল মোড়ের পাশে জেহালা পানহাট দীর্ঘদিন ধরে প্রতি শুক্রবার ও রোববার বসে। নানা সমস্যায় অবহেলিত এ বাজারটি। নেই গণশৌচাগার, নেই বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা। নেই পশু জবাইয়ের নির্ধারিত স্থান। পশু জবাইয়ের নির্ধারিত স্থান না থাকার কারণে স্থানীয় প্রায় ১০ জন কসাই বাজারের যেখানে সেখানে পশু জবাই করছেন। ফলে জবাই করা পশুর রক্ত পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। রক্তের দুর্গন্ধে বাজারের ব্যবসায়ী ও বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন জানান, একটি কসাইখানা তৈরি করার জন্য প্রকল্প জমা দেয়া হয়েছে।