আলমডাঙ্গার জুগিরহুদা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মা ও মেয়েকে পিটিয়ে জখম

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের জুগিরহুদা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মা ও মেয়েকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ ও পাঁচকমলাপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, গতকাল সোববার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার জুগিরহুদা গ্রামের পূর্বশত্রুতার জের ধরে বিধবা মহিলা ও তার মেয়েকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানায়, জুগিরহুদা গ্রামের ফকির ম-লের মেয়ে স্বামী পরিত্যক্তা চম্পা খাতুন ও তার মেয়ে স্থানীয় স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী সুরভি খাতুনকে নিয়ে পিতার বাড়িতে একটি ঘুপড়ি ঘর বেঁধে বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে তার ভাই ও ভাবিরা বিভিন্ন অপবাদ দিয়ে আসছিলো। গতকাল সোমবার বিকেলে ঘরের পাশে লাউ গাছ উপড়ে দেয় কে বা কারা তারই সূত্র ধরে মা ও মেয়েকে ধরে ফকির ম-লের ছেলে রুবেল, শাহিন, রিপন ও তাদের স্ত্রী রুবি মালাসহ কয়েকজন তাদের বেপরোয়াভাবে মারধর করতে থাকে। চম্পা খাতুন আরও বলেন, কিছুদিন আগে নাবালক মেয়েকে বিয়ে দিতে চাইলে বাধা দিলে আমাকেসহ আমার মেয়েকে মারধর করে। থানায় মামলা করি, সেই মামলায় আসামিরা জেল খেটে এসে মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে। মামলা তুলে না দেয়ায় আবার আমাদের মারধর করেছে। সংবাদ পেয়ে পাঁচকমলাপুর ফাঁড়ি পুলিশের আইসি এসআই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আলমডাঙ্গা থানা পুলিশের সেকেন্ড অফিসার জিয়াউল হক ও এসআই পিয়ার আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চম্পা ও সুরভিকে আলমসাধুযোগে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।