আলমডাঙ্গার ছাগলচোর চক্রের মূল হোতা ভাংবাড়িয়া গ্রামের মনোয়ার চোরাই ছাগলসহ আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আসমানখালী এলাকার ছাগলচোর চক্রের মূল হোতা ভাংবাড়িয়া গ্রামের মনোয়ার চোরাই ছাগলসহ আটক। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় চোরাই ছাগল বিক্রয়কালে তাকে হাতেনাতে আটক করে।
জানা গেছে, উপজেলার আসমানখালী গ্রামের আমজাদ আলীর ছেলে মহিবুল হকের একটি খাসি ছাগল গত বৃহস্পতিবার দুপুরে চুরি হয়ে যায়। গত ২-৩ দিন খোঁজাখুঁজি করে জানতে পারে যে ছাগলটি আসমানখালীর সুমনের স্ত্রী চম্পা খাতুন গত বৃহস্পতিবার দুপুরে আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে চুরি করে। এছাড়াও গত কয়েকদিন ধরে ওই এলাকা থেকে ৮-১০টি ছাগল চুরি হয়েছে। ছাগলটি চুরি করে ভাংবাড়িয়া গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন চাচাতো দুলাভাইয়ের ভাই। মনোয়ারকে দিয়ে গতকাল রোববার ছাগলটি বিক্রয় করতে দেয়। মনোয়ার ছাগলটি বিক্রয় করতে নিয়ে যাওয়ার সময় মহিবুল তার ছাগল দেখে চিনে ফেলে। এসময় স্থানীয় লোকজনের মাধ্যমে বড়গাংনী তদন্ত কেন্দ্রের এসআই আ. রহিমের নিকট সংবাদ দেন। এসআই আ. রহিম এসে তাকে আটক করে থানায় নেয়। পরে মহিবুল বাদী হয়ে ছাগল চুরি বিষয়ে একটি মামলা দায়ের করেন। আজ সোমবার সংশ্লিষ্ট মামলায় মনোয়ারকে আদালতে প্রেরণ করা হতে পারে।
এলাকাবাসী জানিয়েছে: চম্পা ও মনোয়ারসহ বেশ কয়েকজন মিলে এলাকা থেকে ছাগল চুরি করে বিক্রয় করছে।