আলমডাঙ্গার গোবিন্দপুরে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজিসহ ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ায় বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজিসহ ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে বাল্যবিয়ের খবর পেয়ে কাজিসহ ৬ জনকে আটক করে পুলিশ।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার আক্তারুলের স্কুল পড়ুয়া ১৪ বছর বয়সী মেয়ের বিয়ে ঠিক করে। বিয়ের আয়োজনের সময় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে পুলিশ পাঠান। কাজি ও মেয়ের পিতাসহ বিয়েতে সংশ্লিষ্ট ৬ জনকে আটক করে পুলিশ। সকালে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কোর্টপাড়ার মৃত ভিক্ষু মণ্ডলের ছেলে কাজী মনিরুজ্জামান, কনের পিতা গোবিন্দপুর গ্রামের মৃত বারেক আলীর ছেলে আক্তারুল, গোবিন্দপুর গ্রামের চন্দ আলীর ছেলে দাউদ আলী, মেয়ের ফুফু বণ্ডবিল গ্রামের ফজলুল হকের স্ত্রী রওশন আরা, গোবিন্দপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে কাজল ও একই গ্রামের মামুনের ছেলে বাপ্পিকে ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার টাকা দিয়ে অভিযুক্তরা মুক্ত হয়ে বাড়ি ফেরেন।