আলমডাঙ্গার গরুব্যবসায়ীদের পিটিয়ে ৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় সন্দেহভাজন ৪ জন আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মাজু-বকশিপুর সড়কে গাছ ফেলে সঙ্ঘবদ্ধ ডাকাতদল কর্তৃক গরুব্যবসায়ীদের পিটিয়ে ৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জানা গেছে, আলমডাঙ্গার মাজু-বকশিপুর সড়কে গাছ ফেলে সঙ্ঘবদ্ধ ডাকাতদল কর্তৃক গরুব্যবসায়ীদেরকে পিটিয়ে ৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত গরুব্যবসায়ী বকশিপুর গ্রামের মস্ত আলীর ছেলে এনামুল হক বাদী হয়ে অজ্ঞাত ১০-১১ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেছেন। গতকাল ১৫ অক্টোবর তিনি এ এজাহার দায়ের করেন।
এদিকে ঘটনার রাতেই পুলিশ সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে। এরা হলো- কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে হারুন, একই গ্রামের মৃত বাবু সোনার ছেলে তৌহিদ, বকশিপুর গ্রামের মৃত আকবর আলীর ঘরজামাইকামাল হোসেন ও মাজু গ্রামের আহসান আলীর ছেলে সাইদুর রহমান। এদের মধ্যে দুজন লাটাহাম্বার চালক সাইদুর ও হারুন। ডাকাতির শিকার গরুব্যবসায়ীরা এ দুজনের লাটাহাম্বার ভাড়া করতো। পুলিশ জানিয়েছে, আটক ৪ জন সন্দেহভাজন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
উল্লেখ্য, কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া পশুহাটে গরু বিক্রি করে গত শনিবার লাটাহাম্বারে বাড়ি ফিরছিলেন আলমডাঙ্গার বকশিপুর গ্রামের গরুব্যবসায়ী মস্ত আলীর ছেলে ইমাদুল হক (৪০), খেদ আলী ম-লের ছেলে সোমা চাঁদ (৪১), বাদলের ছেলে জমজম আলী (৩৮), নিকবার আলীর ছেলে আরিফুল হক (৩৫) ও আজিবর রহমানের ছেলে শামসুল হক (২৬)। রাত মাত্র পৌনে ৯টার দিকে মাজু-বকশিপুর মাঠের ভেতর পৌঁছুলে পূর্ব থেকে ওত পেতে থাকা সঙ্ঘবদ্ধ ডাকাতদল সড়কের ওপর গাছ ফেলে তাদের লাটাহাম্বার আটকে দেয়। ৫ গরু ব্যবসায়ীর মধ্যে ৩ জনকে পিটিয়ে টাকা কেড়ে নেয়। এদের মধ্যে ইমাদুল হকের নিকট থেকে সাড়ে ৪ লাখ, সোমা চাঁদের নিকট থেকে ৫০ হাজার ও শামসুল হকের নিকট থেকে ৫ হাজার টাকা কেড়ে নেয়। এই ৩ জন গরুব্যবসায়ীকে হাত করাতের উল্টো পিঠ দিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। সে সময় সুযোগ বুঝে বাকি দুজন গরুব্যবসায়ী দৌঁড়ে পালায়।