আলমডাঙ্গার খাদিমপুর বানাতখালী ব্রিজের নিকট ছিনতাই : বটিয়াপড়ায় অভিনব কৌশলে ডাকাতি

খাদিমপুর প্রতিনিধি: গতরাত ৯টার দিকে খাদিমপুর বানাতখালী ব্রিজের সামনে থেকে দুটি আলমসাধু ধারালো অস্ত্রের মুখে গতিরোধ করে ১০ হাজার টাকা ও মোবাইলফোন ছিনতাই করে পালিয়েছে একদল ছিনতাইকারী। খবর পেয়ে দুটি গ্রামের সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুললেও ছিনতাইকারীদের ধরতে পারেনি। অপরদিকে বটিয়াপাড়ায় এক বাড়িতে অভিনব কৌশলে ডাকাতি করেছে একদল ডাকাত।
জানা গেছে, খাদিমপুর ও কমলাপুর গ্রামের ২টি আলমসাধু কমলাপুর থেকে যাওয়ার পথে খাদিমপুর বানাতখালী ব্রিজ পার হওয়ার সময় পানবরজের শোলির বোঝা রাস্তার ওপর ফেলে তাদের গাড়ি থামিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কমলাপুর গ্রামের মামুনের কাছ থেকে আট হাজার টাকা ও মোবাইলফোন এবং খাদিমপুর গ্রামের ছাল্টু জোয়ার্দ্দারের কাছ থেকে নগদ টাকাসহ মোবাইলফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনা তাৎক্ষণিক জানাজানি হলে দু গ্রাম থেকে কয়েকশ মানুষ লাঠি, দা-বটি নিয়ে ছুটে গেলে টের পেয়ে ছিনতাইকারীরা মাঠের ভেতর পালিয়ে যায়। এদিকে একই রাতে ১২টার দিক থেকে প্রায় দুটা পর্যন্ত বটিয়াপাড়ার মাঠপাড়ায় আলী আকবার, মঙ্গলের (৬৮) বাড়িতে তাণ্ডব চালিয়েছে একদল ডাকাত। আলী আকবার জানান, রাত ১২টার দিকে একদল ডাকাত ওত পেতে তার বাড়িতে হানা দেয়। তিনি বলেন, বাড়ির উঠোনে থাকা মুরগি ঘরের দরজা কোনো এক সময় খুলে দেয়, এমন সময় আলী আকবার জেগে ওঠে মুরগিগুলো উঠোনে ঘুরে বেড়াতে দেখে নিজে ঘরের দরজা খুলে উঠোনে এলে ওত পেতে থাকা ডাকাতরা তাকে ধরে ফেলে পর্যায়ক্রমে বাড়ির সবাইকে এক জায়গায় বেঁধে রেখে একটি মোটরসাইকেল, সোনার চেন, ৫টি মোবাইলফোন, ১০ হাজার নগদ টাকাসহ আরও জিনিসপত্র নিয়ে যায়। প্রায় তিন লাখ টাকার জিনিসপত্র নিয়েছে বলে জানা গেছে। এখন সাধারণ মানুষের মধ্যে ডাকাতি আতঙ্ক বিরাজ করছে।