আলমডাঙ্গার কয়রাডাঙ্গা-বড়গাংনী গ্রাম পর্যন্ত ৫ কিলোমিটার নিষ্কাশন খাল

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

মাছচাষ ও সবজি চাষে নতুন দিগন্ত উন্মোচন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কয়রাডাঙ্গা থেকে বড়গাংনী গ্রাম পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ নিষ্কাশন খাল কাটা চলছে। দু সপ্তাহ আগে শুরু হওয়া খাল কাটা আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। খাল কাটার ফলে মাছচাষ ও সবজি চাষে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা এলাকাবাসীর।

খালের দু পাশে মাঠের জমির পানি নিষ্কাশনের উদ্দ্যেশ্যেই এ খাল কাটা হচ্ছে। এছাড়া, খালের দু পাশে জমির মালিকদের নিয়ে গঠন করা হবে সমিতি। ফলে সমিতির সদস্যরা খালের দু পাশে সবজি আবাদ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।

চলতি মাসে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পানি নিষ্কাশন খাল কাটার কাজ শুরু করে। ৫ কিলোমিটার দীর্ঘ খালটির প্রস্থ ২০ ফুট এবং গভীরতা ৫ ফুট। চাষের জমিতে পানি জমা না হয়ে নিষ্কাশন খালে এসে জমা হবে। এখানে সমিতির মাধ্যমে মাছচাষ করতে পারবে সদস্যরা।

চুয়াডাঙ্গা বিএডিসি সেচ বিভাগের সহকারী প্রকৌশলী এরশাদ আলী বলেন, কতো টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে তা জানা নেই। তবে, আগামী এক সপ্তাহের মধ্যে খাল কাটার কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।