আলমডাঙ্গার ওসমানপুর ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীরের তেলেসমাতি

 

৫ হাজার টাকা নিয়ে গাজাগাছসহ আটক হারদী গ্রামের আত্তাব আলকে ছেড়ে দেয়ার অভিযোগ

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গার হারদী গ্রামের পলান মণ্ডলের ছেলে আত্তাব আলী কাটাখালীর মাঠে তার নিজ পানবরজে গোপনে গাঁজার গাছের আবাদ করে আসছিলো। গতপরশু সোমবার রাতে ওসমানপুর ক্যাম্প ইনর্চাজ হাবিলদার জাহাঙ্গীর সঙ্গীয় র্ফোস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আত্তাবের পানবরজে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় পানবরজে গাঁজা গাছ পাহারা দেয়ার সময় গাঁজাগাছসহ আত্তাবকে গ্রেফতার করা হয়। ক্যাম্প ইনর্চাজ ১০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়ার কথা বলে। ওই রাতেই আত্তাব ৫ হাজার টাকা দিতে চাইলে হাবিলদার জাহাঙ্গীর নিতে রাজি হয়নি। পরে ৫ হাজার টাকা নিয়ে এবং ৫ হাজার টাকা পরে নেবে বলে কথাবার্তা হলে তাকে ছেড়ে দেয়। গতকাল সন্ধ্যায় মোট ৫ হাজার টাকা পরিশোধ করে তাকে ছেড়ে দেয় বলে স্থানীয় লোকজন জানায়। হাবিলদার সন্ধ্যায় ওই টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। গতকাল বিকেলে কেশবপুর ও মোড়ভাঙ্গা মাঠে জুয়া খেলার সময় হাবিলদার জাহাঙ্গীর দুজনকে আটক করে টাকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।