আলমডাঙ্গার উদয়পুর গ্রামের কয়েকজন কৃষকেরবিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে পাশ আইলের জমি নিয়ে বিরোধে একই গ্রামের আকছেদ মাস্টারের বিরুদ্ধে কয়েকজন কৃষকের নামে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষতিপূরণের দাবি করেছেন ভুক্তভোগীরা।

লিখিত অভিযোগে জানাগেছে,আলমডাঙ্গার উদয়পুর গ্রামের মৃত আকছেদ আলী মাস্টারের ওই গ্রামের মাঠে কলাক্ষেত রয়েছে। ওই ক্ষেতের পাশ আইলে একই গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে হাসিবুল হক, মৃত ইছাহক আলীর ছেলে নজরুল ইসলামসহ কয়েক কৃষকের জমি রয়েছে। বিভিন্ন কারণে তাদের সাথে জমির আইল নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আকছেদ মাস্টার তার জমি বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। রাস্তার ওপর কলাগাছের ডগা এসে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় অজ্ঞাতরা গত ১ মাস আগে ওই বাগানের কয়েকটি গাছের পাতা কেটে ফেলে। এ ঘটনায় শত্রুতামূলকভাবে আকছেদ মাস্টার পাশের জমির মালিক হাসিবুল হক ও তার দুছেলে আব্দুল আলিম ও মানিক, কৃষক নজরুল ইসলাম, তার দুছেলে চাঁদ মিয়া ও ইমন আলী এবং মৃত রহম মণ্ডলের ছেলে ইউনুস আলীর নামে মিথ্যা কলাগাছ কাটার অভিযোগে থানায় মামলা করে। সঠিকভাবে তদন্ত করলেই ঘটনাটি যে মিথ্যা তা প্রমাণিত হবে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। একই সাথে মিথ্যা মামলা দায়ের করে তাদের যে ক্ষতি করা হয়েছে সেই ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।