আলমডাঙ্গার আইলহাস গ্রামের অপহৃত স্কুলছাত্র হাকিম মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরে এসেছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার আইলহাস গ্রামের স্কুলছাত্র হাকিম বাড়িতে ফিরে এসেছে। তাকে ২৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। তবে হাকিমের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় সে আদৌ অপহৃত হয়েছিলো কি না, সন্দেহ দেখা দিয়েছে। সে ল্যাপটপ কেনার জন্য বাড়িতে টাকা চেয়ে না পেয়ে অপহরণ নাটক সাজাতে পারে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। হাকিম ১১ জুন সন্ধ্যায় নিখোঁজ হয়।

গত মঙ্গলবার রাত ২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে সে ফিরে আসে। সে বলেছে অপহরকদের বন্দিশিবিরে সে বন্দি ছিলো। চোখ-মুখ বাঁধা অবস্থায় সেরাজগঞ্জ বাজারে তাকে ছেড়ে দিয়ে যায় অপহরণকারীরা। তবে এ জন্য নগদ ২৫ হাজার টাকা নিয়েছে তারা। আইলহাস পূর্বপাড়ার শাহাবুদ্দিন মল্লিকের ছেলে হাকিম স্থানীয় স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। সে রায়লক্ষ্মীপুর গ্রামের ইসমাইলের ছেলে তার মামাতো ভগ্নিপতি গাফফারের সাথে ১১ জুন সন্ধ্যায় অপহৃত হয়। এরপর থেকে তার পরিবারের কাছে প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে ৩ লাভ এবং সব শেষে ২৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয় হাকিমকে। বেশ কিছুদিন ধরে হাকিম ল্যাপটপ দাবি করে আসছিলো পরিবারের কাছে। কিন্তু পরিবার তাকে ল্যাপটক কিনে না দেয়ার কারণে সে অপহরণের নাটক সাজিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।