আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা ও রুহের মাগফেরাত কামনা

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় শরিক হন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার বাদ জোহর সাহিত্য পরিষদ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা জানাজায় দোয়া পরিচালনা করেন ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাহাবুবুল আলম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মসালিক মজু, জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক, সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন, এম জেনারেল ইসলাম, অ্যাড. আব্দুল ওহাব মল্লিক, অ্যাড. এমএম শাহজাহান মুকুল, সিরাজুল ইসলাম মনি, আবু বক্কর সিদ্দিক আবু, রবিউল ইসলাম বাবলু, জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, আবু আলা জামায়াতের সুরা সদস্য অ্যাড. মসলেম উদ্দীন, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মঙ্গল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, পৌর জামায়াতের সভাপতি মফিজ উদ্দিন জোয়ার্দ্দার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকারম হোসেন, জেলা শ্রমিক দরের সহসভাপতি মোশারফ হোসেন, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের, অ্যাড. আনছার আলীসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের সকল স্তরের বিভিন্ন পেশাজীবীর নেতৃবৃন্দ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় বিএনপি পৃথক পৃথকভাবে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দারুস সালাম ময়দানে বিএনপির ও বিকেলে হাজি মোড়স্থ দলীয় কার্যালয়ের পাশের চাতালে বিএনপির অপরাংশ এ গায়েবানা জানাজা আদায় করে। বিএনপির উপজেলা সভাপতি হাজি মজিবর রহমানের সভাপতিত্বে জানাজা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাংনী আসমানখালী সাংগঠনিক শাখা আমির ডা. আহমেদ জালাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির নূর মোহাম্মদ টিপু, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, পৌর জামায়াতের আমির আব্দুল জলিল, উপজেলা বিএনপির সম্পাদক আসিরুল ইলসাম সেলিম, পৌর বিএনপির সম্পাদক আজিজুর রহমান পিন্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউপি চেয়ারম্যান দারুস সালাম, মিল্টন মল্লিক, ইউপি বিএনপির নেতা আজিবার রহমান, ইউপি চেয়ারম্যান তবারক, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন, বকুল, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল বারী, আইনাল হক, রফিউদ্দিন, কামাল, মানোয়ার হোসেন, রবিউল ইসলাম, রাজা, আব্দুর রশিদ আব্দুর রশিদ হ্যাবা, আ. জব্বার, পৌর বিএনপি নেতা শরিফুল ইসলাম, রহিদুল ইসলাম, হাফিজুর রহমান, জিল্লুর রহমান, মীর শফি উদ্দিন, মামুনুর রহমান, আ. রশিদ, শফিকুল ইসলাম, যুবদল নেতা মাগরিবুর রহমান, মিন্টু, প্রিন্স, হাসিবুল ইসলাম, মিলন, আলমগীর, মামুন, হাসিবুলসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকেলে বিএনপির অপরাংশ একইভাবে গায়েবানা জানাজা আদায় করেন। জেলা বিএনপির সদস্য ইসরাফ হোসেনের সভাপতিত্বে জানাজা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অপরাংশের সাধারণ সম্পাদক জেলা বিএনরি সদস্য শেখ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, ইউসুফ আলী, বিএনপি নেতা ইখতেখারুজ্জামান লুডু খান, ডা. আলা, মুন্তাজ আলী, জামির, রবিউল ইসলাম, মইনুল ইসলাম, ডা. আ. লতিফ, বাংলা মেম্বরা, মানুয়ার হোসেন, মহিউদ্দিন, মফিজ উদ্দিন, আকরাম হোসেন, ডা. লিমন, ছন্টু, পান্না চৌধুরী, ওয়াজেদ, রশিদুল ইসলাম, সিতাব, দাউদ আলী, শওকত, যুবদল নেতা ওহিদুল ইসলাম বুলা, জালাল, ফারুক, জাহাঙ্গীর কবীর, মুকুল, সোহাগ, সোয়েব, ছাত্রদল নেতা, তৌফিক খান, ডালিম, রানা, শাহাবুল, রহিদ, সাগর প্রমুখ।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর প্রবাসে অকাল মৃত্যুতে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বিকেল ৪টার দিকে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাসুদ মিল্টন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, সাবেক বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইসরাইল হোসেন হ্যাবা, আলমগীর হোসেন, নজরুল মেম্বার, ফজলুর রহমান মেম্বার, সাইফুল ইসলাম, খলিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন, বাবুল হোসেন, আবুল বাশার, আলম হোসেন, শহিদুল মল্লিক, রুহুল আমীন প্রমুখ।

দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর স্থানীয় অফিসের সামনে চাতালে এ জানাজা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন বিএনপির নেতা তোফাজ্জেল হোসেন, সভাপতি আ.রহমান মালিতা, সম্পাদক আ.রহিম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি রহিদুল ইসলাম, সম্পাদক আবুল কালাম আজাদ, নাটুদা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সম্পাদক উসমান গণি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্পাদক সঈদ বিশ্বাস, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী শাহ্ মিন্টু, সাধারণ সম্পাদন আব্দুল ওহেদ দামুড়হুদা যুবদলের আহ্বায়ক এসএম মাহবুবুর রহমান বাচ্চু, আনিসুজ্জামান আনিছ, ইকরামুল হক, আরিফুল ইসলাম, রশিদ, হাবিব, ছাত্রদলের আরিফুল, মিল্টন, জনি, নাসির প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ কামরুজ্জামান।

জীবননগর ব্যুরো জানিয়েছে, ২০ দলীয় জোট নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কোকোর অকাল মৃত্যুতে গতকাল মঙ্গলবার গায়েবানা জানাজার আয়োজন করা হয়। উপজেলা শহরের আখ সেন্টারে ২০ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় মুসলিম লিগের নির্বাহী মহাসচিব নবী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, পৌর জামায়াতে ইসলামীর আমির মাও. সাজেদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, পৌর বিএনপির সহসভাপতি আব্দুর রশিদ, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান মিয়া, সাধারন সম্পাদক বদর উদ্দিন বাদল, হাসাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল সিদিদ্দকী, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক শহিদুর রহমান, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. খালেক, ওয়ার্ড বিএনপির সভাপতি নূর নবী, আহাম্মদ লিটন, রবি সর্দার, আলী আকবর, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক দ্দোজা উদ্দিন, যুবদল নেতা আরিফুজ্জামান, কামরুল, আব্দুল হামিদ, আব্দুল আলিম, মিনাজুল, ইউনুস আলী, আব্দুস সালাম, আরিফ, সাইদুর, ছাত্রদল নেতা শামীম, খোকন, সাইফুল, মিঠু, রোমেল, সাইদুর, ছাত্র শিবির নেতা মাহফুজ, মুস্তাফিজুর প্রমুখসহ ২০ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় গাংনীর বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, পৌর বিএনপি সভাপতি ইনসারুল হক ইন্সু, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান, পৌর ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভী, পৌর যুবদল সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মাস্টার, মটমুড়া ইউপি সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বামন্দী ইউপি বিএনপি সভাপতি আমিরুল ইসলাম, ছাত্রদল নেতা সুজন, রবি ও জাহিদসহ নেতৃবৃন্দ। জানাজায় ঈমামতি করেন হাফেজ মাও. শাহ জালাল।

অপরদিকে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দীতে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা বিএনপি সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের বামন্দী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জানাজায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জানাজার পূর্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান গাড্ডু, গাংনীর সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল ও রাইপুর ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু। উপস্থিত ছিলেন কৃষকদল নেতা শহিদুল ইসলাম নাছির ও আব্দুস সাত্তার, পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি গিয়াস উদ্দীন, যুবদল নেতা সাইফুল ইসলাম সেলিম, সোহরাব উদ্দীন, ছাত্রদল নেতা চপল বিশ্বাস, সোহাগ ও হাসের। জানাজায় ইমামতি করেন বামন্দী-নিশিপুর জামে মসজিদের ঈমাম মাও. কিতাব আলী।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহ শহরের ওয়াজির আলী ঈদগা ময়দানে মঙ্গলবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থন থেকে দলীয় নেতাকর্মীরা জানাজাস্থলে সমবেত হতে থাকেন। বেলা ১১টা নাগাদ ওয়াজির আলী ঈদগা ময়দান পরিপূর্ণ হয়ে যায়। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা বিএনপি আয়োজিত গায়েবানা জানাজা শুরুর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠনিক সম্পাদক মো. মসিউর রহমান বক্তব্য রাখেন। তিনি তার বক্তৃতায় কোকোর রুহের মাগফেরাত কামনা ও অসুস্থ তারেক রহমানের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, জিয়া পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে সক্ষম হন। গায়েবানা জানাজায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, আক্তারুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, আনোয়ারুল ইসলাম বাদশা, আশরাফুল ইসলাম পিন্টু, মিজানুর রহমান সুজনসহ শ শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি আল মাহদী লিপিয়ার গায়েবানা জানাজা পরিচালনা করেন। জানাজা শেষে কোকোর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে ২০ দলীয় জোটের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গায়েবানা নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান জামায়াতের সূরা সদস্য মাও. আব্দুল হাই’র ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় বক্তব্য রাখেন- সাবেক এমপি উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আজিজুল হক খাঁন, সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. এএম আব্দুল আহাদ, জামায়াতের উপজেলা আমির আব্দুল বারী, পৌর জামায়াতের আমির আমিরুল ইসলাম পলাশ, জামায়াতের সহসম্পাদক ফারুক হোসেন প্রমুখ। এছাড়া মহেশপুরের ১২টি ইউনিয়ন ও পৌরসভার ২০ দলীয় জোটের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানাজায় অংশগ্রহণ করেন।

হরিণাকুণ্ডু প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দেশব্যাপি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এদিন বেলা সাড়ে দশটায় পার্টি কার্যালয়ের সামনে হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত গায়েবানা জানাজায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত হয়। জানাজা পূর্ব সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দলের উপজেলা সাধারণ সম্পাদক হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদ শোককে শক্তিতে পরিণত করে নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্রঘোষিত সকল কর্মসূচি অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানান। সেই সাথে শোকাহত জিয়া পরিবারের প্রতি গভীর সমবেনা প্রকাশ করেন। পরে পার্টি কার্যালয়ে কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ কোরআন খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর অফিস জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর পৌর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, গিয়াসউদ্দিন, সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াছ হোসেন, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান হাফি, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম আলী মাস্টার, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা জার্জিস হুসাইন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিমসহ ২০ দলীয় জোটের শ শ নেতাকর্মী গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াত নেতা মাওলানা রুহুল আমীন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শাহাজীপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় ইমামতি করেন জেলা ছাত্রদলের সভাপতি মো. মুস্তাকিম। এ সময় জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলাম আলী মাস্টার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনছার-উল হক, বিএনপি নেতা মজিবুল হক খান চৌধুরী হেলাল, আলমগীর হোসেন, নাজিম বিশ্বাস, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, আজমল হোসেন মিন্টু, একরামুল হক একা, জেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম বড় বাবু, যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফয়েজ মহাম্মদ, সদর থানা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, সিনিয়র সহসভাপতি নুর-তাজুল ইসলাম, সম্পাদক কামরুজ্জামান মুকুল, মুজিবনগর উপজেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক জামাত আলী, পৌর যুবদলের সহসভাপতি আনিছুর রহমান লাবলু, রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জানাজা শেষে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।