আম পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে আলমডাঙ্গায় কৃষকের মৃত্যু

আলমডাঙ্গা ব্যুরো: আম পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছে আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের মধ্যবয়স্ক কৃষক গোলাম মোস্তফার। তিনি ওই গ্রামের মৃত আমোদ আলীর ছেলে।

জানা গেছে, আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের গোলাম মোস্তফা (৫৫) গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কাঁচা বাঁশের লগি দিয়ে প্রতিবেশী শাফায়েত-উল ইসলামের আমগাছ থেকে আম পাড়ছিলেন। ওই আমগাছের ডালের ভেতর দিয়ে বিদ্যুতের লাইন রয়েছে। অসতর্কতায় কাঁচা বাঁশের লগি গিয়ে বিদ্যুতের লাইন স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত গ্রাম্য ডাক্তারের নিকট নিয়ে যায়। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত গোলাম মোস্তফার এক ছেলে ও ২ মেয়ে। ইতঃপূর্বে ২ মেয়েই আত্মহত্যা করেছেন বলে গ্রামসূত্রে জানা যায়। গতকাল বাদ আছর গ্রামের গোরস্থানে লাশ দাফন করা হয়েছে। এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।