আমি কাজ এনে দেবো আর তোমরা পুকুরচুরি করবা তা হবেনা

কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়ক সম্প্রসারণ কাজেনিম্নমাণের ইট ব্যবহারদেখে হুইপ বললেন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়ক সম্প্রসারণ কাজে নিম্নমাণের ইটব্যবহার করায় সমস্ত ইট তুলে ফেলে ১নং ইট ও পিকেট দিয়ে কাজ করার নির্দেশ দিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

গতকাল সোমবার সকালে আটকবরে যাওয়ার পথে হুইপ ছেলুন জোয়ার্দ্দারের নজরে পড়ে সড়ক সম্প্রসারণ কাজে ব্যবহৃত নিম্নমাণের ইট। তিনি তড়িত গাড়ি থেকে নেমে রাস্তায় ব্যবহৃত সমস্ত নিম্নমানের ইট তুলে ফেলার নির্দেশ দেন এবং ওই কাজ দেখভালের দায়িত্বে থাকা সড়ক ও জনপথের সংশ্লিষ্ট প্রকৌশলীকে তলব করেন। সংশ্লিষ্ট প্রকৌশলী ঘটনাস্থলে পৌঁছুলে তাকে শতভাগ কাজ বুঝে নিতে নির্দেশ দেন। অন্যথায় কাজ বন্ধ করে দেয়াসহ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান হুইপ ছেলুন জোয়ার্দ্দার। তিনি আরো বলেন, দেহের ঘাম ঝরিয়ে আমি কাজ এনে দেবো আর তোমরা পুকুর চুরি করবা তা হবেনা। জনস্বার্থে এ ধরনের প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করায় উপস্থিত এলাকাবাসী হুইপ ছেলুন জোয়ার্দ্দারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ ভূয়সী প্রশংসা করেন এবং তাকে ফাটাকেষ্টর সাথে তুলনা করেন।