আব্দুর রউফ ডিগ্রি কলেজে শোক দিবসের প্রস্তুতিসভায় হাতাহাতি

 

 

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদরের ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষক মিলনায়তনে ১৫আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীপালন উপলক্ষে প্রস্তুতিসভায় অধ্যক্ষ আইয়ুব আলীর সাথে উপাধ্যক্ষ বিবেকানন্দ তরফদার গ্রুপের শিক্ষকদের হাতাহাতি হয়। অধ্যক্ষ আইয়ুব আলীকে লাঞ্ছিত করে কলেজ থেকে বের করে দেয়া হয়। এসময় কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের প্রতিবাদ করলে উপাধ্যক্ষ বিবেকানন্দ তরফদার গ্রুপের শিক্ষক মোদাচ্ছের,নাদিমসহ কয়েকজন শিক্ষক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আব্দুল কাদেরকে মারতে যান। কলেজের সাধারণ ছাত্ররা উপাধ্যক্ষ বিবেকানন্দ তরফদার গ্রুপের শিক্ষকদের আচরণের প্রতিবাদ জানায়।

সূত্র জানায়, অধ্যক্ষ জাতীয় শোক দিবস পালনের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। অপরদিকে উপাধ্যক্ষ বিবেকানন্দ তরফদারের নেতৃত্বে শিক্ষকরা পাল্টা ৩ সদস্য বিশিষ্ট অপর একটি কমিটি গঠন করেন বলে জানা গেছে। অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।