আবারো নির্বাচিত হলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হবে : প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ আবারো নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হবে। বাড়ানো হবে স্থানীয় সরকারের ক্ষমতা। একইসাথে জেলাভিত্তিক উন্নয়ন করা হবে। কেন্দ্রের কাছে শুধু বাজেট, পরিকল্পনা, অর্থায়ন ও মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। গতকাল সোমবার বিকেলে গণভবনে জেলা পরিষদের প্রশাসকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা রাজনৈতিক উন্নয়ন নয় বরং সুষম উন্নয়নে বিশ্বাসী। যেসব জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, সেসব জেলায় আগামীতে বিশ্ববিদ্যালয় করা হবে। শুধু সরকারি নয়, বেসরকারিভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে শেখ হাসিনা বলেছেন, বিএনপি বলছে তারা আমার অধীনে, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না। নির্বাচন নিয়ে আমাদের কোনো দুর্বলতা নেই। আমরা এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার অনেক প্রমাণ দিয়েছি। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছি। আগামীর নির্বাচন হবে সংবিধান মেনে। এরই মধ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে।

ক্ষমতায় থাকাকালীন বিএনপির কর্মকান্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের জন্য কাজ করি- নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য নয়। অন্যদিকে বিএনপি ক্ষমতায় আসে লুটপাট করতে। তাও আবার একা দুর্নীতি করেন না, পুরো গোষ্ঠীশুদ্ধ দুর্নীতি করে। এবার বিএনপি ক্ষমতায় এলে ভিন্নভাবে দেশ চালানোর নামে দেশকে দুর্নীতির আখড়া বানাবেন। হাওয়া ভবনের মতো ভবন খুলে ভিন্ন নামে ভিন্নভাবে দুর্নীতি করবেন।