আবাদি জমির পানি নিষ্কাশন নিয়ে বিরোধ : মারামারিতে উভয়পক্ষে আহত ৫

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সুবদিয়ায় দুটি পরিবারের মধ্যে মারামারিতে দু পক্ষের ৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার আবাদি জমির পানি নিষ্কাশনের জন্য ক্যানাল কাটতে গেলে পাশের জমির মালিক বাধা দিলে মারামারির সূত্রপাত হয়।

জানা গেছে, সুবদিয়া ঈদগাপাড়ার ছুন্নত আলীর আবাদি জমির পাশে গ্রামের ইংরেজ মণ্ডলের ছেলে আনছার আলীর জমি রয়েছে। আনছার আলীর জমিতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ক্যানাল কাটতে গেলে ছুন্নতের ছেলে মহাব্বত বাধা দেয়। মাঠেই দু’পক্ষের মারামারি হয়। বাড়ি আসার পর আবারও বাধে সংঘর্ষ। এতে মহাব্বত, তার পিতা ছুন্নত ও ভাই আরশাদ আলী আহত হন। অপরপক্ষের আনছার ও তার ভাই ইনছান আহত হয়েছেন। দু’পক্ষের ৫ জনকেই চুয়াডাঙ্গা সর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।