আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

 

আতিয়ার সভাপতি শহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় স্থানীয় বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সরদার আলী হোসেন।

প্রধান অতিথি বলেন, এখন আমাদের ঘরে বাইরে মোকাবেলা করতে হচ্ছে, আপনারা সংগঠনকে ক্ষতি করবেন না। আমরা সকলেই শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। আসুন আলাপ আলোচনার টেবিলে সমঝোতার মাধ্যমে শহীদ জিয়ার আদর্শের শক্তিশালী দল গঠন করি। তিনি সরকারের সমলোচনা করে বলেন, স্বৈরাচারের ইতিহাস জানুন, যারা ৭১ থেকে ৭৫’র ১৫ আগস্ট পর্যন্ত সাড়ে ৭ কোটি মানুষের ওপর স্ট্রিম রোলার চালিয়েছিলো। তার পরিণাম হয়েছিলো ভয়াবহ।

সম্মেলনের প্রধান বক্তা জেলা বিএনপির ১নং যুগ্মআহ্বায়ক জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবু বলেন, পদ নিয়ে ঘরে বসে থাকলে সাংগঠনিক অবস্থা আবারো দুর্বল হয়ে পড়বে। বিএনপির কর্মী হিসেবে দলের শৃঙ্ঙ্খলা ও গঠনতন্ত্র মেনে আন্দোলন সংগ্রাম গড়ে তুলে সরকার পতনের একদফায় শরিক হোন। যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা বলেন, ঈদের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে তীব্র গণআন্দোলন গড়ে তুলে সরকার পতনে প্রস্তুত হোন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জেলা শ্রমিকদলের সভাপতি এম জেনারেল ইসলাম,জীবননগর উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুউজ্জামান, যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন খান খোকন, দামুড়হুদা উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তনু, মোকারম হোসেন, দর্শনা পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক মহিদুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী, তিতুদহ ইউনিয়ন বিএনপির নেতা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফউজ্জামান সিজার, সদস্য রাজিব হোসেন খান, মোমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান ঝন্টু, হাসাদহ ইউনিয়ন বিএপির যুগ্মআহ্বায়ক আব্দুর রশিদ প্রমুখ। জেলা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান সোনার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি হাজি মজিবর রহমান বিশ্বাস ও ওয়ার্ড বিএনপির নেতা প্রয়াত রবিউল হোসেন মেম্বারের অকাল মৃত্যুতে শ্রদ্ধা জানানো হয়। শেষে আতিয়ার রহমানকে সভাপতি, শহিদুর রহমানকে সাধারণ সম্পাদক ও শেখ হাফিজুর রহমান হাফিজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেনআন্দুলবাড়িয়া বাজার জামে মসজিদের ইমাম মাও. ওয়াহেদুজ্জামান।