আন্দুলবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক টজো গ্রেফতার

 

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেছুর রহমান টজোকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার ভোরে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে প্রতারণা মামলায় তাকে আটক করে।

থানাসূত্রে জানা যায়, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত মীর আনোয়ার আলী পটলের ছেলে মীর মকলেছুর রহমান টজো ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতঃপূর্বে তিনি আন্দুলবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। সে সময় বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরি দেয়ার নামে চুয়াডাঙ্গা জেলা সদরের সুজায়েতপুর গ্রামের আতিয়ার রহমানের নিকট হতে ২ লাখ ৫৮ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু তিনি তাকে চাকরি না দিয়ে ওই টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে আতিয়ার অনেক দেন দরবার করে টজোর নিকট হতে ১ লাখ টাকা ফেরত পান। বাকি টাকা ফেরত দিতে টজো আজ-কাল করে অনেকদিন ঘোরান। টাকা ফেরত না পেয়ে প্রতারিত আতিয়ার ক্ষুব্ধ হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালত টজোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় এএসআই হারুন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার ভোরে টজোকে গ্রেফতার করেন। টজোকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি হুমায়ুন কবির। তিনি বলেছেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা পেয়েই টজোকে গ্রেফতার করা হয়েছে।