আন্দুলবাড়িয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কৃষকের অকাল মৃত্যু

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ঘরামিপাড়ার কৃষক সামছুল ইসলাম (৪৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকাল মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে হারদা চাঁদপুর বিলের মাঠ থেকে তার লাশ স্থানীয় কৃষকরা উদ্ধার করে।

জানা গেছে, গতকাল রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে হারদা চাঁদপুর বিলের মাঠে নিজস্ব কলাবাগান পরিচর্যার পর পাশে ভুট্টাক্ষেত কুপিয়ে দুপুরে খেজুরগাছ তলায় বিশ্রাম নিচ্ছিলেন কৃষক সামছুল ইসলাম। তার চাচাতো ভাই আবুল কাশেম বলেছেন, বেলা আড়াইটার দিকে তার খোঁজ নিতে গেলে দেখা যায় তিনি মারা গেছেন। মাঠের উপস্থিত কৃষকরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নেয়। এ সময় স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে। তার এ মৃত্যুর খবর শুনে লাশ দেখে আসেন প্রতিবেশী মৃত জনাব আলীর স্ত্রী নেবুরুন নেছা (৯০)। তিনি বাড়িতে পৌছে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এলাকাবাসী বলেছে, সামসুল ইসলাম জমিজমা বন্ধক রেখে ছেলের চাকরির জন্য ৫লাখ টাকা হারিয়ে অনেকটা মানসিক ভারসাম্য হারান। সংসারের নানা টেনশনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন বলে অনেকে ধারণা করছে। দুজনের লাশ গতকাল রাত ১০টার দিকে আন্দুলবাড়িয়া খাঁজা পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে জানাজা শেষে রওজা গোরস্তানে পাশাপাশি দাফন করা হয়।