আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ : আহত ১৪ :বাড়িঘর ভাঙচুর

 

ঝিনাইদহ অফিস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা, ঝিনাইদহ ও মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার মিনগ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের ১২টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল কালাম আজাদ মাস্টার ও ইউপি সদস্য মোহাম্মদ রঞ্জু গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই ঘটনার জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে উভয়পক্ষ ঢাল, সড়কি, বল্লম, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১৪ জন আহত হন। ভাঙচুর করা হয় উভয়পক্ষের ১২টি বাড়িঘর।

শৈলকুপা থানার এসআই ইমদাদ হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।