আটক বাংলাদেশিকে গ্রহণ ও ভারতীয় নাগরিককে ফেরত

জীবননগরে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

 

জীবননগর ব্যুরো/দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিএসএফ’র হাতে আটক বকুল নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রহণ ও বিজিবির হাতে আটক শ্রী রাম মল্লিক নামের এক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুসুমপুর সীমান্তে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের সামসুর ছেলে বকুল হোসেন (৩০) অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেন পিলার ৬১/৭-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্পের টহলদলের হাতে আটক হয়। অপরদিকে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে ভারতের নোনাগঞ্জ গ্রামের মৃত রঞ্জন মল্লিকের ছেলে শ্রী রাম মল্লিক (৪৫) চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার ৬২ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামবাসী ৫০ বোতল ফেনসিডিল ও ১০ বোতল মদসহ তাকে আটক করে বেনীপুর বিজিবি টহলদলের কাছে হস্তান্তর করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মতিতে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশি নাগরিককে গ্রহণ এবং বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিককে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে জীবননগর থানায় সোপর্দ করা হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার রুস্তুম আলী এবং বিএসএফ’র পক্ষে ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফতেপুর কোম্পানি কমান্ডার সার্ভেস কুমার নেতৃত্ব দেন।