আজ দেশে ফিরছেন সিইসি

স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ আজ সোমবার ভোর ৫টায় দেশে ফিরছেন। এক মাসের বেশি সময় দেশের বাইরে থাকার পর তার এ ফেরাটা আলোচনায় রয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, সিইসি ফিরে আসছেন, এতেই আমরা খুশি। চতুর্থ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের পর গত ৩ মার্চ সস্ত্রীক নিউইউর্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। উপজেলা নির্বাচনের সময় কর্মস্থল থেকে বিদেশ সফরে যাওয়ার কারণে দেশে সমালোচনার ঝড় উঠে। উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগ নিস্পত্তি না হওয়ায় সিইসির সমালোচনা করেন রাজনৈতিক দলসহ সুধীমহল। সিইসির দেশে ফেরা নিয়েও গুঞ্জন ছিলো। তবে সিইসি রকিবুর রহমান নিউইয়র্কে গত সপ্তায় বিশ্বব্যাংকের একটি বৈঠকে যোগদান করেন। গতকাল রোববার রাতেই ঢাকার উদ্দেশে ফ্লাইটে ওঠার কথা রয়েছে।